কোভিড-১৯ মহামারির সংক্রমণ ঠেকাতে সারা বিশ্ব বেছে নিয়েছে নতুন স্বাভাবিক নিয়ম। যে নিয়মে পড়াশোনা, শিশুদের স্কুলে যাওয়া, বাজারের কেনাকাটা, বিয়ে, ইদ চাঁদ ব্যবসাপাতি-সবই বদলে গেছে। বদলে যাওয়া পরিস্থিতিতে আমাদের জীবন মুকুটে গেঁথেছে এক নতুন রংয়ের পালক। সেটা হলো সরাসরি গিয়ে অফিস করার বদলে বা পাশাপাশি ‘রিমোট ওয়ার্ক মডেল’ বা ‘ওয়ার্ক এট হোম’ পদ্ধতি। মানুষ বাইরে যাওয়ার বদলে ঘরে বসেই চাল ডাল তেল নুন কাপড় চোপড় থেকে শুরু করে যাবতীয় নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি কিনছে। ঘরে বসে অনলাইনে ব্যবসায় শুরু করেছে। ফলে, অনলাইনের কাজের পরিধি বাড়ার পাশাপাশি পাল্লা দিয়ে বেড়েছে সাইবার ক্রাইম বা ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে সৃষ্ট বিভিন্ন ধরনের অপরাধের মাত্রা।
বলাবাহুল্য, তথ্য প্রযুক্তির বৈশ্বিক পরিস্থিতি নিয়ত পরিবর্তনশীল। তবুও বিগত বছরের কোভিড পরিস্থিতির কারণে তথ্যপ্রযুক্তি একটি নতুন রূপ লাভ করেছে। বাংলাদেশসহ সারা পৃথিবীতে ইন্টারনেটের ব্যবহার ও ব্যবহারকারীর সংখ্যাই ঊর্ধ্বমুখী । স্বাভাবিক নিয়মেই পাল্লা দিয়ে বেড়েছে সাইবার হামলা , হ্যাকিং, ফিসিং বা র্যানসমওয়্যারের মতো সাইবার ক্রাইমের ঘটনা। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়।
সারা পৃথিবীর অনলাইন জগতে ব্যক্তি বা প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনার বিগত এক বছরের ফলাফলগুলো কী কী? সাইবার নিরাপত্তার কোন কোন বিষয়গুলো মানুষের নজরে এসেছে? এবং এর পরে কী – এই ধরনের পাঁচটি বিষয় এক নজরে দেখে নেয়া যাক- বিস্তারিত