প্রত্যেক ইন্টারনেট ব্যবহারকারীর কাছে ‘‘দেখা মাত্রই ক্লিক নয়, যাচাই ছাড়া শেয়ার নয়’’ এর সাধারণ বার্তা পৌঁছে দেওয়ার মধ্য দিয়ে সাইবার নিরাপত্তা কার্যক্রম শুরু করতে হবে। অর্থাৎ ইন্টারনেটে কোনো আকর্ষণীয় পোস্ট দেখা মাত্রই সঙ্গে সঙ্গে তাতে ক্লিক না করে থামতে হবে, তারপর ভাবতে হবে বিষয়টি আসলে কী এবং এরপর নিরাপদ মনে হলে সেটিতে ক্লিক করা যাবে বা সেটির সঙ্গে সংযুক্ত হতে হবে।
এছাড়াও ইন্টারনেটে কোনো কনটেন্ট নিজের পরিচিতজনদের মধ্যে শেয়ার করার আগেও যাচাই করে নিতে হবে সেটির মূল উৎস। তাহলে অবচেতন মনে কোনো ভুল তথ্য ছড়িয়ে সমাজের ক্ষতি করা থেকে আমরা বিরত থাকতে পারবো।
বিশ্বব্যাপী বাংলাভাষীদের মধ্যে এ ধরনের সচেতনতা তৈরি করতে যে ক্যাম্পেইন পরিচালনা হয় সেটির নাম দেয়া হয়েছে ‘‘দেখা মাত্রই ক্লিক নয়, যাচাই ছাড়া শেয়ার নয়’’ ক্যাম্পেইন। ইন্টারনেট ব্যবহারকারীদের অনলাইন রুটিনে এই ধারণাটিকে অন্তর্ভুক্ত করার মধ্য দিয়ে সাইবার নিরাপত্তা সচেতনতা মাস শুরু করতে হবে।