
২০২২ সালের জন্য সাইবার নিরাপত্তা সচেতনতা মাসের থিম বা মূল প্রতিপাদ্য হিসেবে বাংলাভাষীদের জন্য নির্ধারণ করা হয়েছে ‘নিরাপদ অনলাইন কঠিন তো নয়, সতর্ক থাকলেই হয়’। দুর্ভাগ্যবশত, সবাই এই ধারনাটিকে সঠিক বলে মনে করে না।
প্রকৃতপক্ষে, ২০২১ সালের একটি জরিপে উত্তরদাতাদের ৪১ শতাংশ সাইবার নিরাপত্তাকে ভীতিজনক এবং হতাশাজনক হিসেবে বর্ণনা করেছেন (Oh Behave! The Annual Cybersecurity and Attitudes Behavior Report)। যদিও বেশিরভাগ সাইবার নিরাপত্তা বিষয়ক বিভিন্ন সংবাদ প্রতিবেদনে বিশাল আকারের ডেটা ব্রিচ এবং হ্যাকারদের সম্পর্কে লিখে থাকে। আপনার মনে হতেই পারে এগুলো প্রতিরোধ করা বেশ কঠিন এবং আপনি এসবের বিরুদ্ধে কিছুই করতে পারবেন না।
এই বছরের থিমের সঙ্গে আমরা সবাইকে মনে করিয়ে দিতে চাই যে আপনার তথ্য সুরক্ষিত রাখার সব ধরনের উপায় আছে। মাত্র চারটি মূল পদক্ষেপ অনুসরণ করলে সাইবার নিরাপত্তা বজায় রাখা কঠিন হবে না। মাত্র কয়েকটি ক্লিকের মাধ্যমে, আপনি অনলাইনে আপনার তথ্য নিরাপদ ও সুরক্ষিত রাখতে পারেন।