
♦ ‘ক্যাম চ্যাম্পিয়ন’ হয়ে অংশগ্রহণের মাধ্যমে বিশ্বব্যাপী বাংলাভাষী মানুষদের মাঝে ইন্টারনেট ব্যবহারকে নিরাপদ করতে আপনি বা আপনার সংগঠন/প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। অবদান রাখতে পারেন এমন একটি সাইবার স্মার্ট কমিউনিটি গড়তে যারা অন্যের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার (প্রাইভেসি) প্রতি ‘সম্মান দেখানো’, ‘তথ্যের সুরক্ষা’ ও পারষ্পরিক ‘আস্থা প্রতিষ্ঠা’ করতে শিখবে। অর্থাৎ এর মাধ্যমে আমরা সবাই মিলে দেশে সুস্থ সাইবার সংস্কৃতি প্রতিষ্ঠায় কাজ করবো।