ক্যাম চ্যাম্পিয়ন: সাইবার নিরাপত্তা সচেতনতায় আপনার অংশগ্রহণ
♦ অক্টোবর ‘সাইবার নিরাপত্তা সচেতনতা মাস – ক্যাম (Cybersecurity Awareness Month – CAM)’। বাংলাদেশে বেসরকারি উদ্যোগে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচি শুরু হয় ২০১৬ সালে।
এছাড়া ২০০৪ সাল থেকে আমেরিকা, ২০১১ থেকে নরওয়ে এবং ২০১২ থেকে ইউরোপসহ বিভিন্ন দেশ অক্টোবরকে ‘সাইবার নিরাপত্তা সচেতনতা মাস’ হিসেবে পালন করে আসছে। সাইবার দস্যুতা থেকে নিরাপদে থাকতে মাসব্যাপী নানা কর্মসূচি নেওয়া হয় এ মাসে।
♦ ‘ক্যাম চ্যাম্পিয়ন’ হয়ে অংশগ্রহণের মাধ্যমে বিশ্বব্যাপী বাংলাভাষী মানুষদের মাঝে ইন্টারনেট ব্যবহারকে নিরাপদ করতে আপনি বা আপনার সংগঠন/প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। অবদান রাখতে পারেন এমন একটি সাইবার স্মার্ট কমিউনিটি গড়তে যারা অন্যের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার (প্রাইভেসি) প্রতি ‘সম্মান দেখানো’, ‘তথ্যের সুরক্ষা’ ও পারষ্পরিক ‘আস্থা প্রতিষ্ঠা’ করতে শিখবে। অর্থাৎ এর মাধ্যমে আমরা সবাই মিলে দেশে সুস্থ সাইবার সংস্কৃতি প্রতিষ্ঠায় কাজ করবো।
♦ ক্যাম কর্মসূচির চ্যাম্পিয়ন কার্যক্রম এমন একটি সুযোগ যার মাধ্যমে আপনি ব্যক্তিগতভাবে অথবা আপনার সংগঠন/প্রতিষ্ঠানের মাধ্যমে জাতীয়ভাবে সুস্থ সাইবার সংস্কৃতি প্রতিষ্ঠায় অবদান রাখতে পারবেন।
♦ চ্যাম্পিয়ন কার্যক্রমে কারা অংশ নিতে পারবেন:
———————————————————————
⚈ ব্যক্তিগতভাবে যে কেউ এতে অংশ নিতে পারবেন
⚈ সামাজিক, পেশাজীবী, কিংবা কমিউনিটি ভিত্তিক সংগঠন
⚈ স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ যেকোনো শিক্ষা প্রতিষ্ঠান
⚈ স্বেচ্ছাসেবী সংগঠন
⚈ গণমাধ্যম বিষয়ক প্রতিষ্ঠান/সংগঠন
⚈ সরকারি প্রতিষ্ঠান
⚈ বেসরকারি প্রতিষ্ঠান
♦ কী হবে এতে:
———————–
⚈ সাইবার নিরাপত্তা সম্পর্কিত ক্যাম্পেইনের জন্য আগাম তথ্য ও দিক নির্দেশনা পাবেন। এসবের মাধ্যমে আপনি ভালোভাবে বুঝতে পারবেন কিভাবে সাইবার নিরাপত্তা সম্পর্কে আপনার আশপাশের মানুষকে (ঘর ও কর্মস্থলে) সচেতন করবেন, কোন বার্তাগুলো তাদের মাঝে প্রচার করবেন এবং তা কিভাবে করলে ফলপ্রসু হবে। এসব বিষয়ে আমাদের পক্ষ থেকে এক্সক্লুসিভ কনটেন্ট পাবেন এবং তা পুরোপুরি বাংলায়।
⚈ এই চ্যাম্পিয়ন কার্যক্রমের মাধ্যমে আপনার প্রতিষ্ঠানের সঙ্গে ক্যাম ক্যাম্পেইন পরিচালনা পর্ষদের একটি আনুষ্ঠানিক সম্পর্ক তৈরি হবে।
⚈ সহযোগী প্রতিষ্ঠান হিসেবে চ্যাম্পিয়ন প্রতিষ্ঠানগুলোর নাম-পরিচয় আমাদের ওয়েবসাইটে উল্লেখ থাকবে।
আরো বিস্তারিত: facebook.com/cyberAwareMonth | www.cyberawarebd.com | ইমেইল: [email protected], [email protected] | ফোন: +88 01957 61 62 63