ক্যাম ২০২২-এর মূল প্রতিপাদ্য (থিম) Posted on August 8, 2021September 20, 2022 by admin ২০২২ সালের জন্য সাইবার নিরাপত্তা সচেতনতা মাসের মূল প্রতিপাদ্য হিসেবে বাংলাভাষীদের জন্য ‘নিরাপদ অনলাইন কঠিন তো নয়, সতর্ক থাকলেই হয়’ প্রতিপাদ্য নির্ধারণ করেছে সাইবার নিরাপত্তা সচেতনতা মাস বিষয়ক জাতীয় কমিটি। এর ভাবার্থ হলো- সাইবার নিরাপত্তা শুধুই যৌথ দ্বায়িত্ব নয়, এটি প্রত্যেকের ব্যক্তিগত দ্বায়িত্বও বটে। শক্তিশালী সাইবার নিরাপত্তা ব্যবস্থাপনা চর্চা, এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং সাইবার অপরাধের শিকার জনগোষ্ঠীর মাঝে এ সম্পর্কিত জ্ঞান বিতরণ- এসব বিষয়ে যার যার অর্পিত দ্বায়িত্ব ঠিকভাবে পালন হলেই অন্তর্জালের মাধ্যমে সংযুক্ত পৃথিবী নিরাপদ থাকবে এবং সবার নিরাপত্তা নিশ্চিত হবে।