২০২৪ সালের জন্য সাইবার নিরাপত্তা সচেতনতা মাসের (ক্যাম) থিম বা মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘সচেতন রই, #সাইবার_স্মার্ট_হই’
সাইবার নিরাপত্তা সচেতনতা মাস অক্টোবর ২০২৪-এর প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘সচেতন রই, #সাইবার_স্মার্ট_হই’। এই প্রতিপাদ্য সাইবারজগতে প্রত্যেক প্রযুক্তি ব্যবহারকারী, পরিবার ও প্রতিষ্ঠানকে অনলাইনের ঝুঁকি মোকাবেলায় সহজ উপায়গুলো বোঝার মাধ্যমে নিজের সুরক্ষার দায়িত্ব নিতে উৎসাহিত করে। আমাদের জীবনযাপনে ক্রমবর্ধমান প্রযুক্তির ব্যবহারের ফলে সংবেদনশীল তথ্যগুলো প্রতিনিয়ত অনলাইনে যাচ্ছে। এটি আমাদের সুবিধা গ্রহণের সঙ্গে ঝুঁকিও তৈরি করছে। তাই নিজেকে এবং অন্যকে নিরাপদ রাখতে আমাদের প্রত্যেকের ভূমিকা আছে। সুরক্ষার মূল সূত্র হলো সাইবারজগতে নিজের অধিকার, দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন হওয়া। আর বিষয়গুলো মেনে চলা একদমই সহজ, এর জন্য আপনার আগ্রহই যথেষ্ট।
মাসব্যাপী কর্মসূচির চারটি মৌলিক বার্তা:
১) প্রথম সপ্তাহ (১-৭ অক্টোবর): ‘ব্যক্তিগত তথ্যের সুরক্ষা’ (Personal Data Privacy);
২) দ্বিতীয় সপ্তাহ (৯-১৫ অক্টোবর): অনলাইন কেনাকাটায় প্রতারণা প্রতিরোধ (Avoiding Online Shopping Scams);
৩) তৃতীয় সপ্তাহ (১৭-২৩ অক্টোবর): সাইবার বুলিং (Cyberbullying);
৪) চতুর্থ সপ্তাহ (২৫-৩১ অক্টোবর): অনলাইনে নারী ও শিশুর নিরাপত্তা (Online safety for Child & women)